বিপুল উৎসাহের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী


টিপিএফ বাংলা ডেস্ক: আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী। বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হবে সমৃদ্ধির এই উৎসব। কথিত আছে এই দিনে  সোনা, রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতই অক্ষয় হয়। এই  উপলক্ষে সুখ সমৃদ্ধির কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়ে থাকে। 


ধনতেরাস উপলক্ষে গৃহস্থরা অলংকার সোনা,  রুপা ইত্যাদি ক্রয় করে থাকেন। সোনার চড়া দাম সত্ত্বেও দোকানগুলি এই উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে। এই ধনতেরাস উৎসবের মধ্য দিয়েই সূচনা হয়ে থাকে দীপাবলীর।


Previous Post Next Post

نموذج الاتصال